ইসরায়েল লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঘোষিত সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কয়েকটি বিরোধ নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা।
আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কয়েকটি কূটনৈতিক বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম হলো দুই দেশের স্থলসীমা চিহ্নিত করা। এছাড়া ইসরায়েলের কারাগারে আটক লেবাননের বন্দিদের মুক্তি এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা পাঁচটি অঞ্চলের বিষয়ে আলোচনা হবে।
দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, লেবাননের সঙ্গে নতুন আলোচনার উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করা। তবে লেবানন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য কয়েকটি কর্ম-সমিতি গঠন করা হবে, যারা অচিরেই বৈঠকে বসবে। পরবর্তী পর্যায়ের আলোচনা হবে রাজনৈতিক পর্যায়ে। তবে আল আরাবিয়া ইংলিশ এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, এর অর্থ হলো লেবাননের অভ্যন্তরে আনুষ্ঠানিক ইসরায়েলি কূটনীতি শুরু হওয়া।
যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল সম্প্রতি পাঁচ লেবানিজ বন্দিকে মুক্তি দিয়েছে। তবে লেবাননের বিভিন্ন গণমাধ্যম দেশটির রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনার বিষয়গুলো কেবল কূটনৈতিক ও সীমান্ত নির্ধারণ সংক্রান্ত। এগুলো সম্পর্ক স্বাভাবিক করার কোনো পূর্বপ্রস্তুতি নয় এবং এই ধারণা ভিত্তিহীন।
বিডিপ্রতিদিন/কবিরুল