যুক্তরাজ্যে সফরের সময় প্রিন্স হ্যারির জন্য পুলিশি নিরাপত্তা হ্রাসের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায় আজ শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।
লন্ডনের স্থানীয় সময় এদিন বিকালে (বাংলাদেশ সময় রাত) বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, হ্যারিকে আগের মতো নিরাপত্তা দেওয়া হবে না। বরং প্রতিটি সফরের ক্ষেত্রে তা পৃথকভাবে বিবেচনা করা হবে।
এ সংক্রান্ত প্রথম মামলায় হেরে যান হ্যারি। পরে আপিল করেন। তার আইনজীবীরা বলেন, হ্যারিকে ‘অযৌক্তিক’ ও ‘কম মানের’ নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে বিবেচনা করা হয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নিউ ইয়র্ক সিটিতে হ্যারি ও মেগানকে বহনকারী গাড়িটি তাড়া করেছিল পাপারাজ্জিরা। এছাড়া জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার হুমকির সম্মুখীনও হয়েছেন তারা।
বিভিন্ন সফরে হ্যারি কতটা কিংবা কী ধরনের নিরাপত্তা পাবেন এর পাশাপাশি ভবিষ্যতে তিনি কতটা ঘনঘন যুক্তরাজ্যে আসতে পারবেন তা নির্ধারণ করে দিতে পারে আজকের এ রায়।
সরকারের পক্ষের আইনজীবীদের যুক্তি, হ্যারির নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের পেছনের কারণ, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন ঘটেছে। তিনি এখন অধিকাংশ সময় দেশের বাইরে বসবাস করেন।
১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়া খেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানা। এ বিষয়টি হ্যারিকে এখনও তাড়া করে বেড়ায়। সূত্র: দ্য স্ট্যান্ডার্ড ইউকে, এএফপি, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/একেএ