গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৭৮৭ ফিলিস্তিনি। আর আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৪৯ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, তবে টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে, যার পর থেকে নতুন করে ২ হাজার ৬৭৮ জন নিহত ও ৭ হাজার ৩০৮ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় চালানো এই বর্বর আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলমান রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/নাজিম