ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিনি জনগণের দুর্ভিক্ষ এবং আগ্রাসন বন্ধে ইসরায়েলের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর সাহায্যে, হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার জন্য নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই বন্দরে উপস্থিত বা জাহাজের সাথে থাকা সমস্ত কোম্পানিকে এতদ্বারা অবহিত করা হচ্ছে যে এই ঘোষণার সময় থেকে উপরোক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
হুথি আরও বলেছে, তাদের এই বিবৃতির বিষয়বস্তু এবং পরবর্তী যেকোনো ঘোষণা বিবেচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সামরিক বাহিনী উল্লেখ করেছে যে ইয়েমেনি বাহিনী ইতিমধ্যেই উম্মে আল-রাশরাশ বন্দর, যা ইলাত নামেও পরিচিত। সেখানে অবরোধ আরোপ করতে এবং এটিকে স্থবির করে দিতে সফল হয়েছে হুথি।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে অতিরিক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
ইয়েমেনি সামরিক বাহিনী বলেছে, গাজার ওপর আগ্রাসন শেষ হলে এবং অবরোধ প্রত্যাহার করা হলে ইয়েমেনের ইসরায়েল বিরোধী পদক্ষেপের অবসান ঘটবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল