ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে উঠে এল মিজোরাম। মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামকে দেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্য ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের ইউএলএলএএস প্রকল্পের আওতায় সাক্ষরতার হার কমপক্ষে ৯৫ শতাংশ হলেই পূর্ণ সাক্ষরতার শিরোপা মিলবে বলে মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে। সেখানে মিজোরামে সাক্ষরতার শতকরা হার ৯৮.২ শতাংশ। অর্থাৎ সেদেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্য বিবেচিত হল মিজোরাম।
মঙ্গলবার আইজলে মিজোরাম ইউনিভার্সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সুখবরটি দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী লাডুহোমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মিজোরামের শিক্ষামন্ত্রী ভানলালথলানা।
এই সাফল্যের জন্য রাজ্য সরকার এবং রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন 'আজ, আমরা গর্বের সাথে মিজোরামকে 'আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি (ইউএলএলএএস) প্রকল্প- নব ভারত সাক্ষরতা কার্যক্রমের অধীনে প্রথম সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে ঘোষণা করেছি। এই সাফল্যের জন্য মিজোরামের জনগণ এবং মুখ্যমন্ত্রী লালদুহোমাকে অভিনন্দন।'
মিজোরামের এই সাফল্যে গর্বিত বোধ করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক্স পোস্টে তিনি লিখেছেন 'এটি রাজ্যের শিক্ষা যাত্রায় একটি স্মরণীয় এবং গর্বিত মাইলফলক এবং জাতির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি রাজ্য সরকার এবং রাজ্যের মানুষের সহযোগিতামূলক প্রচেষ্টা এবং সংকল্পেরও ফল।'
বিডি প্রতিদিন/হিমেল