ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এতে ২০ জন প্রশিক্ষকসহ ৭০ জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে।
রাশিয়া এই হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে, একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোও এতে সহযোগিতা করছে। সূত্র: রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ