পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে স্কুলবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৮ জন।
খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি এ তথ্য জানিয়েছেন।
বুধবার সকালে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলের বাসে আত্মঘাতী বোমা হামলার এই ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, “বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।”
পাকিস্তানের সেনাবাহিনী হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, ‘ভারতের প্রক্সিরা’ এতে জড়িত। তবে তারা দাবির পক্ষে কোনও প্রমাণ দেয়নি।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ভারতকে দোষারোপ করেছেন। তবে ভারত পাকিস্তানের এমন অভিযোগের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।
হামলায় যে পাঁচজন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন শিশু আর বাকি দু’জন প্রাপ্তবয়স্ক। হামলার তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, সিএনএন, এপি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ