তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, পুনরায় নির্বাচনে লড়ার কোনো ইচ্ছা তার নেই। তুরস্কের জন্য একটি নতুন সংবিধান নিয়ে চলমান আলোচনার মধ্যেই তিনি এই মন্তব্য আসে।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, নতুন সংবিধানের উদ্যোগ তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের দ্বারা পরিচালিত নয় বরং দেশের সুবিধার জন্য আইনি কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজনেই এটি হচ্ছে।
এরদোয়ান বলেছেন, আমরা নিজেদের জন্য নয় বরং আমাদের দেশের জন্য নতুন সংবিধান চাই।
এরদোয়ান বিরোধী দলগুলো বিশেষ করে রিপাবলিকান পিপলস পার্টিকে সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, আসুন, নতুন সংবিধানের জন্য হাত মেলাই। বর্তমান সংবিধানের প্রথম চারটি অনুচ্ছেদে কোনো উল্লেখযোগ্য মতবিরোধ নেই। তিনি বলেন, প্রথম চারটি অনুচ্ছেদে কোনো সমস্যা নেই। আমাদের দলেরও এ নিয়ে কোনো সমস্যা নেই এবং বেশিরভাগ অন্যান্য রাজনৈতিক দলেরও নেই।
এছাড়াও এরদোয়ান কুর্দিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন যে দলটি সামরিক নিয়ন্ত্রণ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ায় এটি আরও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠছে। এরদোয়ান বলেন, সামরিক অভিভাবকত্বের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার সাথে সাথে, পার্টিটি তাদের রাজনৈতিক উদ্দেশ্য এগিয়ে নেওয়ার জন্য নতুন সুযোগ গ্রহণ করছে।
উপ-নির্বাচনের বিষয়ে এরদোয়ান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেলের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন যে, তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপ-নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, আপনার কাছে বর্তমানে যে খালি বা পূর্ণ আসন রয়েছে, তা যথেষ্ট। সেগুলোর সর্বোত্তম ব্যবহার করুন।
সূত্র: মিডল ইস্ট মনিটর
বিডি প্রতিদিন/নাজমুল