ইউক্রেনের শহরগুলোর ওপর হামলা অব্যাহত রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করতে চান, তবে তা রাশিয়ার ‘পতনের কারণ’ হবে।
সোমবার (২৬ মে) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৫ মে) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে, সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে!’
তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময়ই বলেছি, সে পুরো ইউক্রেন চায়, শুধু একটি অংশ নয়। হয়তো আমার কথাই এখন সঠিক প্রমাণিত হচ্ছে। তবে যদি সে সেটি করে, তাহলে তা হবে রাশিয়ার পতনের সূচনা!’
সূত্র : গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/বাজিত