বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩১তম বারের মতো সফল আরোহন করে নতুন রেকর্ড গড়েছেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। এভারেস্টে সবচেয়ে বেশি সংখ্যকবার উঠার এই রেকর্ড আগে থেকেই তার দখলে ছিল।
মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ভোর চারটায় একটি ভারতীয় সেনা দলের নেতৃত্বে কামি রিতা এভারেস্ট চূড়ায় পৌঁছান। অভিযানের আয়োজন করে নেপালের বিখ্যাত পর্বতারোহণ সংস্থা সেভেন সামিট ট্রেকস।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, “কামি রিতার জন্য কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় গর্বই নন, বরং এভারেস্ট অভিযানের আন্তর্জাতিক প্রতীক।”
১৯৯৪ সালে বাণিজ্যিক গাইড হিসেবে প্রথমবারের মতো এভারেস্টে আরোহন করেন কামি রিতা। এর পর থেকে প্রায় প্রতি বছরই এভারেস্ট অভিযানে অংশ নিয়েছেন তিনি। এমনকি কোনো কোনো বছর একই মৌসুমে দু’বারও চূড়ায় উঠেছেন।
বর্তমানে এভারেস্ট সামিট সংখ্যায় তার পরেই রয়েছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি এখন পর্যন্ত ২৯ বার চূড়ায় উঠেছেন।
বিডি প্রতিদিন/আশিক