যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও ছয়টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বুধবার (৯ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
নতুন শুল্কপ্রাপ্ত ছয় দেশ হলো
- আলজেরিয়া ৩০%
- লিবিয়া: ৩০%
- ইরাক: ৩০%
- ব্রুনাই: ২৫%
- মলদোভা: ২৫%
- ফিলিপাইন: ২০%
ট্রাম্প বলেন, এই শুল্ক আরোপের কারণ হলো “বাণিজ্যে অসমতা ও অপারস্পরিক সম্পর্ক।” তিনি দেশগুলোকে যুক্তরাষ্ট্রেই উৎপাদন কার্যক্রম চালু করতে উৎসাহ দিয়েছেন, যাতে তারা শুল্ক এড়াতে পারে।
শুল্ক কার্যকরের তারিখ
প্রথমে ৩ জুলাই নির্ধারণ করা হলেও এখন তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি এসব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই দিন তিনি জাপান, দক্ষিণ কোরিয়াসহ আরও ১৪টি দেশের ওপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/আশিক