ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছে তাদের নেতারা। তবে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিই হামাসের অন্যতম প্রাধান্যের বিষয়।
বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, তারা এমন একটি চুক্তি চায় যা গাজা উপত্যকায় জরুরি ও টেকসই মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করবে, ক্রমবর্ধমান মানবিক সংকট লাঘব করবে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী অবসান ঘটাবে।
হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে হামাস জানিয়েছে, আলোচনা সফল করতে তারা গাজায় বন্দি থাকা ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে।
তবে হামাস স্পষ্ট করেছে, এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে— মানবিক সহায়তার স্থায়ী ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি।
আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, দোহায় চলমান আলোচনায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টিই এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রত্যাহারের প্রশ্নটি এখনো অমীমাংসিত এবং এটি সরাসরি মানবিক সহায়তা প্রবাহের প্রক্রিয়ার সাথে যুক্ত।
বিডি প্রতিদিন/নাজমুল