রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় একটি কারাগারে (সংশোধনাগার) কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ জানান, ওই সংশোধনাগারের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
এদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সরকারি কর্মকর্তারা। এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রুশ বাহিনী নিয়মিতভাবে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমানবোমা ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। গভর্নর ফেডোরভ জানান, রুশ বাহিনী ওই এলাকায় মোট আটটি হামলা চালায় এবং ধারণা করা হচ্ছে- এতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে।
বিডি প্রতিদিন/এএম