পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
খনিজসম্পদে সমৃদ্ধ এ প্রদেশ আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা। সাম্প্রতিক সময়ে সেখানে জঙ্গিবাদ বেড়েছে এবং এর মোকাবিলায় কঠোর সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে সরকার। বৃহস্পতিবার প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দাশতে ইরান সীমান্তের কাছে একটি সামরিক কনভয়ের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ ঘটনায় তিন সেনাসহ পাঁচজন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।
একই রাতে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক ইমতিয়াজ আলী বেলুচ।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তাদের অভিযোগ, বেলুচ জনগণ বৈষম্যের শিকার।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ বিদ্রোহ দমনে সরকারের অভিযানে নির্বিচারে আটক ও নিখোঁজের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটছে।
এর আগে চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের রাজধানী কুইটায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দাবি করা এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম