শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পাকিস্তান-রাশিয়া সামরিক চুক্তি

পাকিস্তান-রাশিয়া সামরিক চুক্তি

স্নায়ু যুদ্ধের সময় পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ছিল সবচেয়ে বৈরী। আর এই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাও আবার সামরিক চুক্তি। যাকে বলা হচ্ছে সহযোগিতার 'মাইলফলক চুক্তি' সই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা আনতে এ চুক্তি ভূমিকা রাখবে।

৪১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বৃহস্পতিবার পাকিস্তান সফর করেন। এ সময় তিনি পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে বৈঠক করেন এবং তারপর এ চুক্তি সই হয়। চুক্তির পর দুই দেশের প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেছেন খাজা আসিফ। তবে চুক্তির বিস্তারিত বিষয় জানানো হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, যখন আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হলো। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দুই দেশ এখন থেকে হাত বাড়িয়ে দিতে পারবে। দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্কোন্নয়নের ফলে রাশিয়া পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। গত জুন মাসে রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থা খবর দিয়েছিল যে, পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মস্কো এবং সামরিক হেলিকপ্টার বিক্রির বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চলছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে পাকিস্তান ২০টি এমআই-৩৫ হেলিকপ্টার কিনছে রাশিয়া থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও বৈঠক করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। দ্য ডন।

 

 

সর্বশেষ খবর