কিউবার গুয়ানতানামো বের কারাগারে আটক পাঁচ বন্দীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী।
মুক্তি পাওয়াদের মধ্যে তিনজনকে রিপাবলিক অব জর্জিয়া ও অপর দুজনকে স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক ও অন্যজন তিউনিসিয়ার নাগরিক। এই পাঁচজনের মুক্তিতে গুয়ানতানামো কারাগারে আটক বন্দীর সংখ্যা হ্রাস পেয়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা সরকার যুক্তরাষ্ট্রের এই কারাগারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ধীরে ধীরে এই কারাগারে আটক বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এএফপি।