কট্টরপন্থি সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন সদস্যরা আজ সকালের দিকে একটি বাসে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। সোমালিয়ার সীমান্তবর্তী কেনিয়ার উত্তরাঞ্চলীয় মানদেরা কাউন্টিতে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তরা একথা জানিয়েছেন। খবর বিবিসির
হামলার সময় বাসটি যাত্রী নিয়ে রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল। আল শাবাব জঙ্গিরা পথিমধ্যে বাসটি থামায়। এরপর যাত্রীদের মধ্যে যারা মুসলমান নয় বলে তাদের মনে হয় সেসব যাত্রীদেরকে হত্যা করা হয়। এদিকে, সরকারি কর্মকর্তারা অঞ্চলটির জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করলে কোনো সাড়া পায়নি বলে তারা জানান। কারণ আল শাবাবের হামলায় মানদেরা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৪/শরীফ