বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
ইরাকে ভুয়া সেনা

২৪ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ইরাকের সেনাবাহিনীতে অন্তত ৫০ হাজার 'ভৌতিক' (নামে থাকলেও বাস্তবে কোনো অস্তিত্ব নেই) সেনার অস্তিত্ব পাওয়ার ঘটনায় অন্তত দুই ডজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। খবরে বলা হয়েছে, সোমবার দেশটির প্রধানমন্ত্রী প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমপক্ষে ২৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এ সময় আবাদি বলেন, তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন যে, সরকার ভুয়া নামের বিপরীতে অর্থ খরচ করছে, অথচ দেশে পর্যাপ্ত অর্থ নেই। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমাদের সেনারা যখন যুদ্ধ করে মরছে তখন অন্যরা ভুয়া নাম ব্যবহার করে বেতন নিচ্ছে। প্রসঙ্গত, ইরাকি সেনাবাহিনীতে আট লাখ সেনা সদস্য রয়েছে। আল-জাজিরা।

সর্বশেষ খবর