শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইসরায়েলকে রেকর্ড সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

দশ বছরে দিয়েছে প্রায় তিন লাখ কোটি টাকা

ইসরায়েলের সঙ্গে ১০ বছরের জন্য অন্তত ৩৮ বিলিয়ন (প্রায় তিন লাখ কোটি টাকা) ডলারের একটি নতুন সামরিক সহায়তা চুক্তির বিষয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে চুক্তিটি স্বাক্ষর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে এককভাবে কোনো দেশকে সবচেয়ে বড় সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এর বিনিময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে বড় ধরনের ছাড়ও পাচ্ছে দেশটি, জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা। এসব ছাড়ের মধ্যে আছে নতুন প্যাকেজ চুক্তি অনুযায়ী ইসরায়েলকে বার্ষিক যে সহায়তা দেওয়া হবে তার বাইরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে অতিরিক্ত কোনো তহবিল চাইতে পারবে না দেশটি। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে পাওয়া তহবিল ইসরায়েল তার নিজের প্রতিরক্ষা শিল্পে ব্যবহার করার যে বিশেষ অনুমতি পেয়েছিল তাও বাতিল হবে। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ চলছিল, এ ছাড়া ফিলিস্তিন প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দ্বিমত তৈরি হয়েছে। এসব কারণে এ চুক্তি চূড়ান্ত করতে প্রায় ১০ মাস দেরি হয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েলের ডানপন্থি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে ওবামার সঙ্গে নতুন চুক্তিটি করে ফেলার সিদ্ধান্ত নেন। জানুয়ারিতে ওবামার মেয়াদ শেষ হচ্ছে, এরপর নতুন নির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব নেবেন। মেমোরেন্ডাম অব আন্ডারস্টান্ডিং (এমওইউ) নামের এই চুক্তির আলোকে ইসরায়েল ১০ বছর ধরে বার্ষিক তিন দশমিক আট বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এএফপি

সর্বশেষ খবর