রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা হোক

ভারতের রাজ্যসভায় বিল

কলকাতা প্রতিনিধি

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক— কেন্দ্রীয় সরকারের কাছে এ আরজি নিয়ে ভারতের রাজ্যসভায় একটি বিল পেশ করেছেন দেশটির স্বতন্ত্র এমপি রাজীব চন্দ্রশেখর। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে ভারত যাতে সব অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সে বিষয়টিও বিলটিতে উল্লেখ করা হয়েছে। ‘ডিক্লারেশন অব কান্ট্রিজ অ্যাজ স্পন্সর অব টেররিজম বিল, ২০১৬’ শীর্ষক এ বিলটিতে সন্ত্রাসে মদদ দেওয়া রাষ্ট্রের নাগরিকদের ভারত ভ্রমণে আইনগত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বলা হয়েছে। শুক্রবার দেশটির সংসদের উচ্চকক্ষে এ সম্পর্কিত একটি বিল পেশ করে এমপি জানান, ‘ভারত সরকার ও সংসদের উচিত এর বিরুদ্ধে এক্ষুনি পদক্ষেপ নেওয়া। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে মদদদানকারীদের বিরুদ্ধে পরিবর্তনের হাওয়া বইছে। যেখানে মার্কিন কংগ্রেসে এ-সম্পর্কিত একটি বিল নিয়ে আলোচনা চলছে সেখানে ১৯৯৪ সাল থেকে আমাদের দেশের সংসদ এ ব্যাপারে কিছুই করেনি।’ তিনি বলেন, পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে আসছি। এর পরও পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রেখে চলেছি। এ বিল নিয়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেস সাংসদ আনন্দ ভাস্কর রাপোলু জানান, ‘এটা একটা মহান বিল। সরকারের উচিত এ বিলটি নিয়ে গভীর চিন্তাভাবনা করা।’

সর্বশেষ খবর