সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লিবীয় উপকূলে শতাধিক অভিবাসী উদ্ধার

লিবিয়ার ত্রিপোলি উপকূল থেকে নারী ও শিশুসহ ১২০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার ত্রিপোলি থেকে ৭০ কিলোমিটার দূরে সাব্রাথা থেকে নৌকা নিয়ে রওনা দেয় অভিবাসীরা। কোস্টগার্ড জানায়, মাঝপথেই ইঞ্জিন বিকল হয়ে যায়। ত্রিপোলির ২০ নটিক্যাল মাইল দূরে কোস্টগার্ড ওই নৌকা উদ্ধার করে। জানা যায়, উদ্ধারকৃতরা সবাই আফ্রিকান ছিলেন এবং তাদের মাঝে ১০ নারী ও শিশু ছিল। প্রতিনিয়ত লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় করে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালির পথে যাত্রা করছেন বিপুল সংখ্যক মানুষ। এদের অধিকাংশই সমুদ্রযাত্রা করেছেন ঝুঁকিপূর্ণ নৌকায়। জাতিসংঘের মতে, চলতি বছর এ পর্যন্ত ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে পাড়ি দিতে মারা গেছেন ২৩০ জন মানুষ। আলজাজিরা।

সর্বশেষ খবর