দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের জন্য ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আহ্বান জানায়। পদত্যাগের জন্য তাকে গতকাল পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। নিজ দলের আহ্বান এবং বিভিন্ন মহলের চাপ সত্ত্বেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এ অবস্থায় প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন এএনসি। এতে সায় দিয়েছে বিরোধী দল। আজ এ ভোট অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বয়ং ক্ষমতাসীন দলের তরফেই পদত্যাগের আহ্বান এবং এতে বিরোধী দলের সমর্থন থাকায় অনাস্থা ভোট পাস হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে একইদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করারও আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীনরা। এএনসি তাদের নতুন নেতা সাইরিল রামাফোজাকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবেন বলে আশা করা হচ্ছে। তাই অবস্থাদৃষ্টে বলা যায়, আজই প্রেসিডেন্ট জুমার দীর্ঘ আট বছরের শাসনের অবসান ঘটতে পারে। এদিকে গতকাল দেশটির পুলিশ জ্যাকব জুমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুপ্তা পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। জুমার সঙ্গে সম্পর্কের প্রভাব খাটিয়ে ওই পরিবারের সদস্যরা ব্যাপক সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ আছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একই অপরাধে ভবিষ্যতে জুমাকেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় পদত্যাগ করার জন্য জুমার প্রতি চাপ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে গত ডিসেম্বরে দলীয় কংগ্রেসে ভাইস প্রেসিডেন্ট সাইরিল রামাফোজার কাছে দলটির সভাপতির পদ খোয়ানোর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিল। সিএনএন।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’