দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের জন্য ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আহ্বান জানায়। পদত্যাগের জন্য তাকে গতকাল পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। নিজ দলের আহ্বান এবং বিভিন্ন মহলের চাপ সত্ত্বেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এ অবস্থায় প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন এএনসি। এতে সায় দিয়েছে বিরোধী দল। আজ এ ভোট অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বয়ং ক্ষমতাসীন দলের তরফেই পদত্যাগের আহ্বান এবং এতে বিরোধী দলের সমর্থন থাকায় অনাস্থা ভোট পাস হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে একইদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করারও আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীনরা। এএনসি তাদের নতুন নেতা সাইরিল রামাফোজাকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবেন বলে আশা করা হচ্ছে। তাই অবস্থাদৃষ্টে বলা যায়, আজই প্রেসিডেন্ট জুমার দীর্ঘ আট বছরের শাসনের অবসান ঘটতে পারে। এদিকে গতকাল দেশটির পুলিশ জ্যাকব জুমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুপ্তা পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। জুমার সঙ্গে সম্পর্কের প্রভাব খাটিয়ে ওই পরিবারের সদস্যরা ব্যাপক সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ আছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একই অপরাধে ভবিষ্যতে জুমাকেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় পদত্যাগ করার জন্য জুমার প্রতি চাপ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে গত ডিসেম্বরে দলীয় কংগ্রেসে ভাইস প্রেসিডেন্ট সাইরিল রামাফোজার কাছে দলটির সভাপতির পদ খোয়ানোর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিল। সিএনএন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
আজই ‘বিদায় ঘণ্টা বাজছে’ প্রেসিডেন্ট জুমার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর