দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের জন্য ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আহ্বান জানায়। পদত্যাগের জন্য তাকে গতকাল পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। নিজ দলের আহ্বান এবং বিভিন্ন মহলের চাপ সত্ত্বেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এ অবস্থায় প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন এএনসি। এতে সায় দিয়েছে বিরোধী দল। আজ এ ভোট অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বয়ং ক্ষমতাসীন দলের তরফেই পদত্যাগের আহ্বান এবং এতে বিরোধী দলের সমর্থন থাকায় অনাস্থা ভোট পাস হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে একইদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করারও আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীনরা। এএনসি তাদের নতুন নেতা সাইরিল রামাফোজাকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবেন বলে আশা করা হচ্ছে। তাই অবস্থাদৃষ্টে বলা যায়, আজই প্রেসিডেন্ট জুমার দীর্ঘ আট বছরের শাসনের অবসান ঘটতে পারে। এদিকে গতকাল দেশটির পুলিশ জ্যাকব জুমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুপ্তা পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। জুমার সঙ্গে সম্পর্কের প্রভাব খাটিয়ে ওই পরিবারের সদস্যরা ব্যাপক সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ আছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একই অপরাধে ভবিষ্যতে জুমাকেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় পদত্যাগ করার জন্য জুমার প্রতি চাপ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে গত ডিসেম্বরে দলীয় কংগ্রেসে ভাইস প্রেসিডেন্ট সাইরিল রামাফোজার কাছে দলটির সভাপতির পদ খোয়ানোর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিল। সিএনএন।
শিরোনাম
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
আজই ‘বিদায় ঘণ্টা বাজছে’ প্রেসিডেন্ট জুমার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর