শিরোনাম
শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাতালুনিয়ায় স্বাধীনতাপন্থিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্বাধীনতাপন্থি ১২ নেতার বিচারের বিরুদ্ধে দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির মধ্যেই কাতালুনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বার্সেলোনার প্লাজা কাতালুনিয়া রেলস্টেশনের কাছে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোড়া শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। দিনব্যাপী বিক্ষোভে কাতালুনিয়ার অনেক স্থানে আন্দোলনকারীরা টায়ার পুড়িয়ে এবং মহাসড়ক অবরোধ করে আটক স্বাধীনতাপন্থি নেতাদের বিচারের বিরুদ্ধে অবস্থান জানান। ২০১৭ সালে স্বাধীনতার প্রশ্নে এক গণভোটকে কেন্দ্র করে মাদ্রিদের সঙ্গে উত্তরপূর্বের এ স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির দ্বন্দ্ব শুরু হয়। গণভোটে স্বাধীনতাপন্থিরা বিপুল ভোটে জয়ী হলেও স্পেনের সংবিধানে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ না থাকায় মাদ্রিদ ওই ফল কার্যকর না করে তা আটকে দেয়। কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে থাকা শীর্ষ নেতাদের অনেকেই বেলজিয়ামে পালিয়ে গেলেও বাকিদের আটক করে বিচার শুরু করে স্পেনের আদালত। এ নিয়ে কয়েক মাস ধরেই কাতালুনিয়াজুড়ে তুমুল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর