বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

ভারতে সন্ত্রাসী হামলায় বিধায়কসহ নিহত ১১

ভারতে সন্ত্রাসী হামলায় বিধায়কসহ নিহত ১১

ভারতের অরুণাচল প্রদেশে সন্ত্রাসী হামলায় রাজ্যসভার বিধায়কসহ ১১ জন নিহত হয়েছেন।

গতকাল অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে দুপুরে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ২০ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীদের। প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তার ১০ সঙ্গীর। সন্দেহভাজন নাগা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 ন্যাশনাল পিপলস পার্টির ওই বিধায়ক সদ্য সমাপ্ত অরুণাচল বিধানসভা নির্বাচনে পশ্চিম খোনসা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি তার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। অরুণাচল পুলিশের আইজি সুনীল গর্গও জানিয়েছেন, তারা সন্দেহ করছেন জঙ্গিরাই হত্যা করেছে তিরং এবং তার সঙ্গীদের।

সর্বশেষ খবর