বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রত্যর্পণ বিল : বিক্ষোভে অচল হংকং

প্রত্যর্পণ বিল : বিক্ষোভে অচল হংকং

প্রত্যর্পণ বিল পাস না করার দাবিতে হংকংয়ে বিক্ষোভ আরও প্রবল হয়েছে। রাস্তায় নেমে আসা কয়েক হাজার মানুষ সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

৯ জুন বন্দী প্রত্যর্পণ বিল প্রস্তাব করার পর থেকেই হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। চীনের প্রস্তাব করা এ বিলটি নিয়ে গতকাল সকালে সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এ কারণে মঙ্গলবার রাতেই বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমে আসে। গতকাল সকাল থেকে তারা সরকারি অফিসে যাওয়ার প্রধান সড়কগুলো কার্যত বন্ধ করে দেয়। পরে সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা  দেয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে প্লাস্টিকের বোতল ছুড়তে শুরু করে। পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছুটোছুটি শুরু করে। হংকংয়ের পুলিশ প্রধান স্টিফেন লো বলেছেন, ‘বিক্ষোভকারীদের সহিংসতা থামাতেই হবে।’ চীনের প্রস্তাব করা বিলটি নিয়ে গতকাল দ্বিতীয় দফা বিতর্কের জন্য সংসদ অধিবেশন বসার কথা থাকলেও হংকংয়ের আইন পরিষদ (লেগকো) এক বিবৃতির মাধ্যমে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী সপ্তাহেই এ বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেইজিংপন্থিদের নিয়ন্ত্রণে থাকায় আইন পরিষদে এটি সহজেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্দোলনকারীরা বলছে, বিলটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরছেন না। তাদের অভিযোগ হংকং প্রধান ক্যারি লাম আমাদের অবমূল্যায়ন করেছেন। আমরা তাকে বিলটি পাস করতে দেব না। চীন জানিয়েছে, বিলটি পাস করার ব্যাপারে হংকং সরকারের প্রতি তাদের সমর্থন বজায় থাকবে। হংকংয়ের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলা এবং কাজ করার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ খবর