রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ছিল

‘করোনা বৈশ্বিক মহামারী ধারণ করতে পারে বলে আগে থেকেই মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। মার্কিন  গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাস বিস্তার এবং এর বিশ্বব্যাপী মহামারী হওয়ার আশঙ্কা সম্পর্কে গোপন সতর্কবার্তা মার্কিন সরকারকে দেওয়া হয়েছিল।’ নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তাদের বরাতে গতকাল এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

এ সম্পর্কে একজন মার্কিন কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো গত জানুয়ারি মাস থেকেই সতর্ক করে আসছিল। ট্রাম্প প্রশাসনের পাশাপাশি কংগ্রেসের সদস্যদের কাছেও এসব বার্তা দেওয়া হয়েছিল। ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এ অবস্থা প্রত্যাশা করেননি।

সর্বশেষ খবর