শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফাইজারের ভ্যাকসিন তথ্য চুরি করেছে হ্যাকাররা

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, সাইবার হামলা চালিয়ে তাদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের তথ্য চুরি করা হয়েছে। ফাইজারের সঙ্গে ভ্যাকসিন তৈরির কাজে সম্পৃক্ত বায়োএনটেক জানিয়েছে, তাদের নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়া তথ্যাদির ওপরে আক্রমণ চালিয়েছে ওই হামলাকারীরা। দুটি করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ইএমএ। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যেই তা দেওয়া হবে। তবে বায়োএনটেক জানিয়েছে, এ হামলার ফলে নির্দিষ্ট করে দেওয়া সময়ের কোনো পরিবর্তন হবে না। ইএমএ তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ হামলার ধরন নিয়ে কোনো মন্তব্য না করে বলেছে, এ বিষয়ে পরিপূর্ণ তদন্ত পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে, এটি এখনো কার্যকরী। তবে বায়োএনটেকের ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের তথ্যে হাত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইএমএ সার্ভারে সংরক্ষিত ফাইজার অ্যান্ড বায়োএনটেকের তথ্যাদিতে বেআইনিভাবে হাত দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর