বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নেপালে পার্লামেন্ট বিলুপ্ত

দলীয় প্রধানের পদও হারাচ্ছেন অলি

নেপালে পার্লামেন্ট বিলুপ্ত

কে পি শর্মা অলি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির অনুরোধে রবিবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। ২০০৮ সালে প্রজাতন্ত্র হওয়ার পর নেপালে এটিই প্রথম পার্লামেন্ট বিলুপ্তির ঘটনা। ২০১৭ সালের নির্বাচনে ২৭৫ আসনের মধ্যে অলির ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল (একত্রিত মার্কসবাদী-লেনিনবাদী)’ দল সর্বোচ্চ ৮০ আসনে জিতেছিল। পরে সাবেক মাওবাদী নেতা ও ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)’ দলের নেতা পুষ্প কুমার দাহালের সমর্থন নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হন কে পি শর্মা অলি। কিন্তু পার্লামেন্ট ভেঙে দিলেও দলীয় সমস্যা থেকে আপাতত রক্ষা পাচ্ছেন না ওলি। এবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টির (সিপিএন) নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ঘটনার জেরে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে অলিকে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছে তাঁর দল।

গত কয়েক মাসে এনসিপির অধিকাংশ নেতার সমর্থন হারান অলি। নেতাদের অভিযোগ, তাদের উপেক্ষা করে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ নিয়োগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এসব অভিযোগে অলিকে পদত্যাগের আহ্বানও জানান তারা। এমনকি তার বিরুদ্ধে পার্লামেন্টে নো-কনফিডেন্স ভোট আনারও উদ্যোগ শুরু হয়। এই খবর পেয়েই অলি পার্লামেন্ট ভাঙার সিদ্ধান্ত নেন বলে তাঁর দলের কয়েক নেতা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন। তবে দেশকে একটি ‘অকার্যকর অবস্থা’ থেকে বের করে আনতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার জানান অলি। এরপর তার মন্ত্রিসভার পরামর্শে আগামী ৩০ এপ্রিল ও ১০ মে নতুন নির্বাচনের তারিখ প্রস্তাব করেন প্রেসিডেন্ট ভান্ডারি। ফলে নির্দিষ্ট সময়ের এক বছরেরও বেশি সময় আগে নেপালে নির্বাচন হতে যাচ্ছে।

সর্বশেষ খবর