বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিনেটেও ডেমোক্র্যাটরা?

সিনেটেও ডেমোক্র্যাটরা?

রাফায়েল ওয়ারনক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের যে দুই আসনে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার একটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ওই আসনে রিপাবলিকান কেলি লোয়েফার সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। এর মধ্য দিয়ে সিনেটকে নিয়ন্ত্রণের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আর মাত্র একটি আসন পিছিয়ে থাকছে ডেমোক্র্যাটরা। আর অন্যটিতেও জয় পেলে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতাও নিশ্চিত হবে।

এদিকে গতকাল ছিল ডেমোক্র্যাটদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ গতকালই (বাংলাদেশ সময় আজ) কংগ্রেসে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা। ৩ নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার এ আসন দুটির কোনোটিতেই কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় দফায় নির্বাচন হয়। প্রায় ৪৫ লাখ ভোটার তাদের রায় জানিয়েছেন। দ্বিতীয় দফা ভোটের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। ওয়ারনক ও কেলির মধ্যে ৯৮ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ওয়ারনক পেয়েছেন ৫০.৫ শতাংশ ভোট আর কেলি পেয়েছেন ৪৯.৫ শতাংশ। আর আরেকটি আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও ডেমোক্র্যাট প্রার্থী জন অসফের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ফলে সেই আসনের আভাস দেওয়াটাই কঠিন হয়ে পড়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর