সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভূমিকম্পের পর মহাপ্রলয়ের শঙ্কা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। অপরদিকে ভয়ংকরভাবে জেগে উঠেছে দেশটির আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (এনডিএমএ) ইতিমধ্যে মাউন্ট সেমেরু অঞ্চলজুড়ে সতর্কতা জারি করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে গত শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, ওই ভূমিকম্পে ৮২০ জনেরও বেশি আহত হয়েছেন। প্রায় ২৭ হাজার ৮০০ লোক ঘর ছাড়া হয়েছেন। তাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভিতরে জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দেশটির আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি স্থানীয় টেলিভিশনকে বলেছেন, ওই এলাকায় আরেকটি ভূমিকম্প হতে পারে, সেটি সুনামিরও কারণ  ঘটাতে পারে। সে কারণে স্থানীয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান। অপরদিকে দেশটির আগ্নেয়গিরি মাউন্ট  সেমেরু জেগে উঠেছে। ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের গোটা এলাকায়।

সর্বশেষ খবর