বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পয়লা ফেব্রুয়ারি সংসদ ভবন অভিযান কৃষকদের

দিল্লির ঘটনায় কৃষকদের বিরুদ্ধে ২২ মামলা

ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক মিছিল নিয়ে গতকালও সরগরম ছিল দিল্লির রাজনীতি। মঙ্গলবার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ট্রাক্টর মিছিল ঢুকে পড়ে লালকেল্লায়। যদিও গতকাল ৪১টি কৃষক ইউনিয়ন নিয়ে তৈরি সংযুক্ত কিষান মোর্চা অন্য কৃষকদের এই আচরণ সমর্থন করেনি। এদিকে আন্দোলনরত কৃষকরা আগামী ১ ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবন অভিযান হবে বলেও জানিয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের ঘটনায় ৩০০ পুলিশ কর্মী আহত হয়েছেন। সব মিলিয়ে ২২টি মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে বেশকিছু কৃষক নেতার নাম আছে বলে দিল্লি পুলিশের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন।

মঙ্গলবার দিল্লির চারটি সীমানা থেকে কৃষকদের ট্রাক্টর মিছিল করার কথা ছিল। প্রজাতন্ত্র দিবসে এই ট্রাক্টর মিছিল করার জন্য বহুদিন ধরেই আবেদন জানিয়ে রেখেছিলেন আন্দোলনরত কৃষকরা। প্রথমে অনুমতি না পেলেও শেষ মুহূর্তে প্রতিটি সীমানা থেকে নির্দিষ্ট রুট তৈরি করে দেয় পুলিশ। শুধু সেই রুটেই ট্রাক্টর মিছিল করা যাবে বলে জানানো হয়। কিন্তু এই নির্দেশনা ওইদিন দুপুরের দিকে ভেঙে যায়। সিংঘু সীমানা থেকে আসা কৃষকদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে দিল্লির রিং রোডের দিকে। সেখান থেকে আইটিও হয়ে তারা চলে যায় লালকেল্লায়। এ ঘটনার অভিযোগ ওঠেছে পাঞ্জাবি নেতা দীপ সিধুর বিরুদ্ধে। গতকাল কৃষকনেতারা ফের আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছেন। আন্দোলন শান্তিপূর্ণভাবে চালানোর পাশাপাশি ১ ফেব্রুয়ারি সংসদ ভবন অভিযানের    কথা তাঁরা জানিয়েছেন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। ওই দিন আদৌ কৃষকদের মিছিল করতে দেওয়া হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে প্রশাসন এখনো কিছু জানায়নি।

সর্বশেষ খবর