বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারের অভ্যুত্থানকে ‘মন্ত্রিসভায় রদবদল’ বলল সিনহুয়া

মিয়ানমারে সোমবার ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আটকের ঘটনাকে ‘মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল’ বলে উল্লেখ করে সংবাদ প্রচার করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। সংস্থাটি সামরিক অভ্যুত্থান শব্দটিকে এড়িয়ে গেছে। পাশাপাশি সংবাদে চীনের পক্ষ থেকে মিয়ানমারের সব পক্ষকে ‘নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে’ নিতে আহ্বান জানায়। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসে নাম প্রকাশ না করার শর্তে এক বিশেষজ্ঞ বলেন, এই ক্ষমতা দখলটিকে ‘দেশটির অকার্যকর ক্ষমতা কাঠামোর মধ্যে সমন্বয় হিসেবে দেখা যায়।’

সর্বশেষ খবর