শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাদুড় থেকে ভাইরাস

চীনের গভীর গুহায় তদন্তে হুর দল

চীনের গভীর গুহায় তদন্তে হুর দল

চীনের গুহাগুলোতে থাকা যে বাদুড় থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অনুমান, সেই গুহাগুলোতে তদন্ত করতে চাইছে হুর বিশেষজ্ঞ দল। এমনকি উহানের একটি গুহায় ইতিমধ্যে তদন্ত চালিয়েছে দলটি। জানা গেছে, করোনভাইরাস ছড়ানোর সঙ্গে সম্পর্কিত জেনেটিক প্রমাণ খুঁজছে ওই বিশেষ টিম। ওই টিমেরই এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘আমাদের উহানের অন্য সব গুহাও খোঁজা উচিত, যেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। হুর যে টিম উহানের গুহায় খোঁজ চালাচ্ছে তাঁদের একজন সদস্য পিটার দাসজ্যাক। তিনি একজন প্রাণিবিদ ও প্রাণী বিশেষজ্ঞও। তিনি জানিয়েছেন, ২০১৯-এর শেষে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে নতুন তথ্য পাচ্ছেন। তবে কোন কোন নতুন তথ্য উঠে এসেছে সে ব্যাপারে কিছু বলছেন না তিনি। তবে তিনি জানিয়েছেন, করোনাভাইরাস কোনো পরীক্ষাগারে তৈরি হয়নি। পিটার জানিয়েছেন, করোনার উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক স্তরে নানান অভিযোগ ও পাল্টা-অভিযোগ রয়েছে।

 

সর্বশেষ খবর