শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন

সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন

ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে তাদের উদ্ভাবিত সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর কাছে এই অনুমতি চাওয়া হয়। জনসন অ্যান্ড জনসনের মালিকানাধীন বেলজিয়ামভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ২৯ জানুয়ারি ভ্যাকসিনটির বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। মডার্না ও ফাইজার-বায়োএনটেকের মতো জনসনের ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন নেই।

এক ডোজ প্রয়োগের এই কার্যকারিতা পাওয়া গেছে। তবে দক্ষিণ আফ্রিকায় এটির কার্যকারিতা ৫৭ শতাংশ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে। জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস এক বিবৃতিতে বলেন, জরুরি ব্যবহারের জন্য আমাদের উদ্ভাবিত কভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন পেলে সরবরাহ শুরু করতে আমরা প্রস্তুত রয়েছি। যত তাড়াতাড়ি জনসাধারণের কাছে সহজলভ্য করা যায়, সে জন্য দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি। কোম্পানির আবেদনের পর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তথ্য পর্যালোচনা করবে এবং উপদেষ্টা কমিটির বৈঠক আয়োজন করা হবে।

সর্বশেষ খবর