রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আলজাজিরার রিপোর্ট

সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ

কানাডায় নির্বাসনে থাকা সৌদি আরবের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবেরি বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের যে কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে, সেখানে তাকে (জাবেরি) নেওয়ার চেষ্টা হয়েছিল। আর তা হয়তো তাকে হত্যা করার জন্য। আর এ ক্ষেত্রে টোপ দেওয়া হয়েছিল তার পরিবারের দুই সদস্যকে। তারা হলেন আল জাবেরির সন্তান সারাহ এবং ওমর। দুজনেই সৌদি আরবে জিম্মি রয়েছেন।  যুক্তরাষ্ট্রের আদালতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আনা অভিযোগ সংশোধন করে তিনি এ অভিযোগ এনেছেন। সংশোধিত এ অভিযোগ সাদ আল জাবেরির পক্ষে দাখিল করা হয়েছে বৃহস্পতিবার। তার অভিযোগ, কানাডায় তাকে হত্যার জন্য ২০১৮ সালে একটি হিট স্কোয়াডকে নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু বিমানবন্দর নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। নতুন অভিযোগে বলা হয়েছে, ইস্তাম্বুলে যে কনস্যুলেটে ২০১৮ সালের ২ অক্টোবর সাংবাদিক জামাল খাসোগিকে টাইগার স্কোয়াড হত্যা করেছে, এ হত্যার মাত্র কয়েকদিন আগে ওই একই কনস্যুলেটে যেতে প্রলুব্ধ করা হয় আল জাবেরির পরিবারের সদস্যদের।

 

সর্বশেষ খবর