রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অ ন্য খ ব র

কুকুর মারলে জেল-জরিমানা!

কুকুর মারলে জেল-জরিমানা!

পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার পরিবর্তন করছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, রাস্তার কুকুরকে ঢিল ছুড়লে এবার ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি পাঁচ বছর পর্যন্ত হাজতবাসও হতে পারে। নতুন আইনের প্রস্তাবনায় হিংসার তিন ধরনের মাত্রার উল্লেখ থাকছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের তিনগুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদন্ড দেওয়ার কথাও বলা হচ্ছে এ সংশোধিত আইনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর