শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গোলাগুলি বন্ধে একমত ভারত-পাকিস্তান

কাশ্মীরের বিতর্কিত সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের সামরিক বিবৃতি অনুসারে দক্ষিণ এশিয়ায় দেশ দুটির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের বিতর্কিত কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে প্রতিবেশী দেশ দুটি একমত হয়েছে। গতকাল ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানরা ফোনালাপ করেছেন। তাতে দেশ দুটির সীমান্ত নিয়ন্ত্রণরেখা ও অন্যান্য সেক্টরে সব ধরনের চুক্তি, সমঝোতা ও অস্ত্র বিরতির ওপর ‘কড়া নজরদারি’ বহাল রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। আজ মধ্যরাত থেকে তা কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের সেনাবাহিনীর অপারেশনাল প্রধানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, কাশ্মীরের বিতর্কিত সীমান্ত অঞ্চলটিতে সম্ভাব্য শান্তি বিনষ্টকারী ও সহিংসতা সৃষ্টিকারী ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। পরস্পরের উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করে দুই পক্ষ। পরে যৌথ বিবৃতিতে কাশ্মীর সীমান্তে অস্ত্র বিরতির ঘোষণা এবং এর ওপর ‘কড়া নজরদারি’ বহালে সম্মত হয়েছে।

সর্বশেষ খবর