শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমার সেনার বিরুদ্ধে প্রতিরোধ যত গড়ে উঠছে ততই আমজনতার ওপর আক্রোশ বাড়ছে তাদের। প্রতিবাদের কণ্ঠরোধ করতে এলোপাতাড়ি গুলি, মারধর, গ্রেফতারি কোনো কিছুই বাকি রাখছে না জান্তা সরকার। এবার পুড়িয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম। মিয়ানমারের মধ্যাঞ্চলের ম্যাগওয়ে অঞ্চলের কিনমা গ্রাম। প্রায় ২৫০ বাড়ি ছিল গ্রামটিতে। বুধবার সব বাড়িতেই আগুন লাগিয়ে দেয় সেনাবাহিনী। এ সময় তিনজন গ্রামবাসীকে হত্যা করা হয়েছে বলেও জানা গেছে। গুলিতে মারা গেছে গরু ছাগলও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জ্বলতে থাকা গ্রামের ছবি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা আগেভাগে জানতে পেরেছিলেন, সেবাবাহিনী গ্রামে ঢুকবে। প্রাণ বাঁচাতে গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন তারা। এখন তারা তাদের নিজের গ্রামে ফিরতে ভয় পাচ্ছে।

উল্লেখ্য, গত বছর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। মিয়ানমার সংসদের নিম্নকক্ষের ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টিতে জয়ী হয় তারা। কিন্তু রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে বিগত দিনে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সু চি সরকারের। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছে সামরিক বাহিনী। এর পরই ১ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার দিন বন্দুকের নলে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গ্রেফতার করা হয় সু চিসহ দেশটির রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাকে।

সর্বশেষ খবর