রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘তালেবানের হত্যার টার্গেটে ছিলেন আশরাফ’

‘তালেবানের হত্যার টার্গেটে ছিলেন আশরাফ’

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের। এমন দাবি করেছেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব। এ বিষয়ে তার কাছে সুর্নিদিষ্ট তথ্যও ছিল। শুক্রবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কাবুলের পতনের দিন তালেবানের শীর্ষ নেতা খলিল হাক্কানি তাকে বলেছিলেন, ‘আগে আত্মসমর্পণ করুন তারপর আলোচনা হবে’। তিনি আরও বলেন, ফাঁসির হাত থেকে নিজেকে বাঁচাতে শেষ মুহূর্তে দেশ ত্যাগ করতে বাধ্য হন আশরাফ গনি।

গত আগস্টে তালেবান চারদিক থেকে কাবুলকে ঘিরে ফেলার পর ১৫ তারিখ আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।

 

সর্বশেষ খবর