শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১০ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশ নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ১০ সৈন্য নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গল-বুধবার রাতে প্রদেশটির কিচ এলাকায় হামলাটি হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে ১০ সৈন্য নিহত হয়।’ ঘটনার পর হামলাকারীদের খোঁজে শুরু হওয়া তল্লাশি অভিযানে তিন ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। যদিও এ হামলায় কোনো গোষ্ঠী বা ব্যক্তি এ হামলার দায় স্বীকার করেনি। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না।

২০০৭ সালের ১৮ অক্টোবর করাচিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গাড়িবহরে জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় বেনজির বেঁচে গেলেও, প্রাণ হারায় ১৩৯ ব্যক্তি। অবশ্য এর  দুই মাস পর, ২৭ ডিসেম্বর, রাওয়ালপিন্ডিতে অপর এক হামলায় নিহত হন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর