এক সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। এখন প্রধানমন্ত্রী। তিনি মাহিন্দা রাজাপক্ষে। আর তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে এখন দেশটির প্রেসিডেন্ট। এক সময়ের সমৃদ্ধ দেশটি এখন প্রায় দেউলিয়া। দেশটির জনগণ এজন্য বর্তমান সরকারকে দায়ী করছে। সরকারের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। এই রাজাপক্ষে পরিবারের কবল থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করার দাবিতে বিক্ষোভ করছেন দেশটির সব শ্রেণির মানুষ। কিন্তু তীব্র অসন্তোষ, গণবিস্ফোরণ সত্ত্বেও পদত্যাগে অনড় অবস্থানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষে। মানুষ এই পরিবারটির সব সদস্যকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। এর জবাবে মাহিন্দ রাজাপক্ষে বলেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বলাটা যথার্থ নয়। তবে তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন। বলেছেন, অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য কেউ আমাকে পদত্যাগ করতে বললে তা হবে অন্যায়। তিনি শ্রীলঙ্কার ডেইলি মিররকে এসব কথা বলেন। তবে জানিয়ে দেন, তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত। উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডালাস আলাহাপ্পেরুমা অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ওই অন্তর্র্বর্তী সরকার গঠন হবে সব দলকে নিয়ে এক বছরের জন্য। তারাই দেশের বর্তমান সংকট মোকাবিলা করবেন। তার এ প্রস্তাবের জবাবে মাহিন্দ রাজাপক্ষে ওই মন্তব্য করেন। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে দিনের দীর্ঘ সময় লোডশেডিং, খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক অভাব চলছে। এই সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজাপক্ষের কার্যালয়ের বাইরে শিবির স্থাপন করেছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। চাপের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তার দুই ভাই-চমল ও বসিল- এবং ভাইপো নমলকে এই মাসের শুরুতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
শ্রীলঙ্কা পরিস্থিতি
অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চান মাহিন্দা রাজাপক্ষে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর