এক সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। এখন প্রধানমন্ত্রী। তিনি মাহিন্দা রাজাপক্ষে। আর তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে এখন দেশটির প্রেসিডেন্ট। এক সময়ের সমৃদ্ধ দেশটি এখন প্রায় দেউলিয়া। দেশটির জনগণ এজন্য বর্তমান সরকারকে দায়ী করছে। সরকারের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। এই রাজাপক্ষে পরিবারের কবল থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করার দাবিতে বিক্ষোভ করছেন দেশটির সব শ্রেণির মানুষ। কিন্তু তীব্র অসন্তোষ, গণবিস্ফোরণ সত্ত্বেও পদত্যাগে অনড় অবস্থানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষে। মানুষ এই পরিবারটির সব সদস্যকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। এর জবাবে মাহিন্দ রাজাপক্ষে বলেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বলাটা যথার্থ নয়। তবে তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন। বলেছেন, অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য কেউ আমাকে পদত্যাগ করতে বললে তা হবে অন্যায়। তিনি শ্রীলঙ্কার ডেইলি মিররকে এসব কথা বলেন। তবে জানিয়ে দেন, তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত। উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডালাস আলাহাপ্পেরুমা অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ওই অন্তর্র্বর্তী সরকার গঠন হবে সব দলকে নিয়ে এক বছরের জন্য। তারাই দেশের বর্তমান সংকট মোকাবিলা করবেন। তার এ প্রস্তাবের জবাবে মাহিন্দ রাজাপক্ষে ওই মন্তব্য করেন। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে দিনের দীর্ঘ সময় লোডশেডিং, খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক অভাব চলছে। এই সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজাপক্ষের কার্যালয়ের বাইরে শিবির স্থাপন করেছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। চাপের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তার দুই ভাই-চমল ও বসিল- এবং ভাইপো নমলকে এই মাসের শুরুতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন।
শিরোনাম
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
শ্রীলঙ্কা পরিস্থিতি
অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চান মাহিন্দা রাজাপক্ষে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর