এক সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। এখন প্রধানমন্ত্রী। তিনি মাহিন্দা রাজাপক্ষে। আর তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে এখন দেশটির প্রেসিডেন্ট। এক সময়ের সমৃদ্ধ দেশটি এখন প্রায় দেউলিয়া। দেশটির জনগণ এজন্য বর্তমান সরকারকে দায়ী করছে। সরকারের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। এই রাজাপক্ষে পরিবারের কবল থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করার দাবিতে বিক্ষোভ করছেন দেশটির সব শ্রেণির মানুষ। কিন্তু তীব্র অসন্তোষ, গণবিস্ফোরণ সত্ত্বেও পদত্যাগে অনড় অবস্থানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষে। মানুষ এই পরিবারটির সব সদস্যকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। এর জবাবে মাহিন্দ রাজাপক্ষে বলেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বলাটা যথার্থ নয়। তবে তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন। বলেছেন, অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য কেউ আমাকে পদত্যাগ করতে বললে তা হবে অন্যায়। তিনি শ্রীলঙ্কার ডেইলি মিররকে এসব কথা বলেন। তবে জানিয়ে দেন, তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত। উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডালাস আলাহাপ্পেরুমা অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ওই অন্তর্র্বর্তী সরকার গঠন হবে সব দলকে নিয়ে এক বছরের জন্য। তারাই দেশের বর্তমান সংকট মোকাবিলা করবেন। তার এ প্রস্তাবের জবাবে মাহিন্দ রাজাপক্ষে ওই মন্তব্য করেন। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে দিনের দীর্ঘ সময় লোডশেডিং, খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক অভাব চলছে। এই সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজাপক্ষের কার্যালয়ের বাইরে শিবির স্থাপন করেছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। চাপের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তার দুই ভাই-চমল ও বসিল- এবং ভাইপো নমলকে এই মাসের শুরুতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা