এক সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। এখন প্রধানমন্ত্রী। তিনি মাহিন্দা রাজাপক্ষে। আর তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে এখন দেশটির প্রেসিডেন্ট। এক সময়ের সমৃদ্ধ দেশটি এখন প্রায় দেউলিয়া। দেশটির জনগণ এজন্য বর্তমান সরকারকে দায়ী করছে। সরকারের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। এই রাজাপক্ষে পরিবারের কবল থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করার দাবিতে বিক্ষোভ করছেন দেশটির সব শ্রেণির মানুষ। কিন্তু তীব্র অসন্তোষ, গণবিস্ফোরণ সত্ত্বেও পদত্যাগে অনড় অবস্থানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষে। মানুষ এই পরিবারটির সব সদস্যকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। এর জবাবে মাহিন্দ রাজাপক্ষে বলেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বলাটা যথার্থ নয়। তবে তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন। বলেছেন, অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য কেউ আমাকে পদত্যাগ করতে বললে তা হবে অন্যায়। তিনি শ্রীলঙ্কার ডেইলি মিররকে এসব কথা বলেন। তবে জানিয়ে দেন, তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত। উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডালাস আলাহাপ্পেরুমা অন্তর্র্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ওই অন্তর্র্বর্তী সরকার গঠন হবে সব দলকে নিয়ে এক বছরের জন্য। তারাই দেশের বর্তমান সংকট মোকাবিলা করবেন। তার এ প্রস্তাবের জবাবে মাহিন্দ রাজাপক্ষে ওই মন্তব্য করেন। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে দিনের দীর্ঘ সময় লোডশেডিং, খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক অভাব চলছে। এই সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজাপক্ষের কার্যালয়ের বাইরে শিবির স্থাপন করেছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। চাপের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তার দুই ভাই-চমল ও বসিল- এবং ভাইপো নমলকে এই মাসের শুরুতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে