বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে হ্যাকিংয়ের ভয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে হ্যাকিংয়ের ভয়

ব্রিটেনের প্রধানমন্ত্রী বাছাই নির্বাচনে হ্যাকাররা হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ আশঙ্কায় ভোটের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। জিসিএইচকিউ নামের একটি গুপ্তচর সংস্থা সতর্ক করে জানায়, সাইবার হ্যাকাররা ব্যালট পরিবর্তন করতে পারে। এ নিয়ে ইতোমধ্যে কনজারভেটিভ পার্টির ভিতরে তৈরি হয়েছে উদ্বেগ। চূড়ান্ত পর্যায়ের নির্বাচনের জন্য সোমবার সবাইকে ব্যালট পাঠাতে বলা হয়েছিল। কিন্তু সতর্কতার পর ১১ আগস্ট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ একাধিক সংবাদমাধ্যম জানায়, এ হুমকি ব্রিটেনবিরোধী কোনো দেশ বা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি। গুপ্তচর সংস্থা হ্যাকার হানার সতর্কবার্তা দেওয়ার পর কনজারভেটিভ পার্টির মধ্যে তৈরি হয় উদ্বেগ। আর তার পরই ভোটদান প্রক্রিয়া বিলম্বিত করা হয় বলে জানানো হয়েছে। এদিকে বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া চলছে ব্রিটেনে। বর্তমানে লড়াই মূলত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে পররাষ্ট্র সচিব লিজ ট্রসের। আর শেষ পর্যায়ে ভোটের মধ্যে ঘটল সাইবার হ্যাকার আতঙ্ক। ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। কেননা দুইয়ের বেশি প্রার্থী হলেই সে ক্ষেত্রে প্রয়োজন হয় নির্বাচনের। আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী চূড়ান্ত করতে এমপিরা ভোট দেওয়া শুরু করেন। বেশ কয়েক পর্ব ধরে চলে এ নির্বাচন প্রক্রিয়া। চূড়ান্ত পর্বে যে দুই প্রার্থী থেকে যাবেন, তাদের মধ্যে একজনকে নেতা হিসেবে বেছে নিতে কনজারভেটিভ পার্টির মধ্যে হবে ভোট।

সর্বশেষ খবর