শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে মশকরা মাস্কের

এবার ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি এ ঘোষণার কথা জানান। তবে মাস্কের অপ্রচলিত এবং অপ্রাসঙ্গিক টুইট করার ইতিহাস থাকায় কেউই নিশ্চিত ছিলেন না সত্যিই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন কিনা। অবশেষে, মাস্ক নিজেই বিষয়টি পরিষ্কার করলেন। বললেন, মঙ্গলবার টুইটারে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে যে টুইট করা হয়, তা ছিল কেবল রসিকতা। গতকাল আরেক টুইটে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক লিখেছেন, ‘না, এটি টুইটারে দীর্ঘ সময় ধরে চলা একটি রসিকতা। আমি কোনো স্পোর্টস টিম কিনছি না।’

এদিকে মাস্কের ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে প্রথম টুইটের পর ক্লাবটির সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বর্তমানে আমেরিকার গেজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে ম্যানইউ। তবে গত কয়েক বছর ধরে পারফরম্যান্স খারাপ করায় এর সমর্থকরাও চাচ্ছেন ক্লাবটি যেন গেজার পরিবারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। এরই পরিপ্রেক্ষিতে মাস্কের আগের টুইটের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট এবং কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সমর্থকরা।

সর্বশেষ খবর