শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চে গুয়েভারার ছেলে মারা গেছেন

আর্জেন্টাইন বংশোদ্ভূত বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা মার্চ মারা গেছেন। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার হার্ট অ্যাটাকে ক্যামিলোর মৃত্যু হয়েছে। ক্যামিলো গুয়েভারা তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন বাবার জীবন তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবে ফিদেল কাস্ত্রোর সঙ্গে একসঙ্গে লড়াই করেছিলেন চে গুয়েভারা। কিউবান আলোকচিত্রী আলবার্তো কর্দার তোলা চের ছবি বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরোধিতা করেছিলেন ক্যামিলো। চে গুয়েভারা ও তাঁর দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের একজন ক্যামিলো। জানা গেছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সফরের সময় মৃত্যু হয়েছে ক্যামিলোর।

ক্যামিলোর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আজ অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা চে গুয়েভারার ছেলে এবং তাঁর চিন্তাধারা-আদর্শের প্রচারক ক্যামিলোকে বিদায় জানাচ্ছি।’

 

সর্বশেষ খবর