বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় লন্ডভন্ড কিউবা

সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ইয়ান’-এর আঘাতে লন্ডভন্ড দ্বীপরাষ্ট্র কিউবা। দেশটির পশ্চিমাঞ্চলীয় দ্বীপে আঘাত হানার পর পুরো কিউবা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে কিউবার বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। ফলে ১ কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় হ্যারিকেন কিউবায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কিউবায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে।

সর্বশেষ খবর