শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

২০০০ কিমি পাড়িতে সক্ষম জোড়া ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই ধারণা যুক্তরাষ্ট্রের। সেই ধারণা আরও বাড়িয়ে এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। আর এই ক্ষেপণাস্ত্রের যে ধরন তা যুক্তরাষ্ট্রে আঘাত হানতেও পারবে। গতকাল এই খবর প্রকাশ করেছে দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, দুটি দূরপাল্লার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। এই গোটা অপারেশন নিজের দাঁড়িয়ে থেকে দেখেছেন প্রেসিডেন্ট কিম জং উন। সমুদ্রের ওপর দিয়ে ২০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দুটি। ‘ট্যাকটিকাল নিউক’ বা কৌশলগত আণবিক অস্ত্র প্রয়োগ করে যুদ্ধের ক্ষমতা আরও বৃদ্ধি করতে এই পরীক্ষা চালানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ক্রমে চড়ছে।

সর্বশেষ খবর