শিরোনাম
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী?

নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী?

ফের ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবারের এক্সিট পোল অনুযায়ী নির্বাচনে এগিয়ে রয়েছেন নেতানিয়াহু। জানা গেছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ সমীক্ষা করা হয়। এতে বিরোধী ইয়েমিনা পার্টির নাফতালি বেনেটের তুলনায় নেতানিয়াহুর ডানপন্থি দল এগিয়ে আছে। এ নিয়ে চার বছরের মধ্যে পাঁচবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো ইসরায়েলে। টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। কিন্তু ২০২১ সালে নির্বাচনে হেরে যান তিনি। ২০২১ সালের জুনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোট হয়। পরে ইয়ার লাপিডের দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি সেই জোটে ফাটল দেখা দেয়।

তাই আবার নির্বাচনের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর