রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে টুইটার : বাইডেন

বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে টুইটার : বাইডেন

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এখন ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানায়। আর টুইটার নিজের আয়ত্তে নিয়ে নানা কান্ড ঘটিয়ে চলেছেন টেসলার প্রধান নির্বাহী।

আর মাস্কের এমন কান্ড ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে টুইটার বিশ্বজুড়ে মিথ্যে ছড়িয়ে দিচ্ছে। বাইডেন বলেন, ‘এখন আমরা সবাই দেখছি যে, ইলন মাস্ক একটি সরঞ্জাম কিনেছেন; যা বিশ্বজুড়ে মিথ্যা উগরে দিচ্ছে। আমরা সবাই এতে শঙ্কিত। ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, সেদিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আমাদের বাচ্চারা এখন ঝুঁকিতে রয়েছে; তারা যে (টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার) ব্যাপারটি বুঝবে তা আমরা কীভাবে আশা করব?’ রয়টার্স

 

সর্বশেষ খবর