শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

টুইটারের সব অফিস বন্ধ

টুইটারের সব অফিস বন্ধ

টুইটারের সব কার্যালয় সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত জানালেন কোম্পানিটির নতুন মালিক ইলন মাস্ক। তবে আগামী সোমবার কার্যালয়গুলো পুনরায় খুলে দেওয়া হতে পারে। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন।’ তবে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ। এর আগে ইলন মাস্ক কর্মীদের একটি ইমেইল পাঠান। যেখানে বলা হয়, তারা যদি টুইটারে থাকতে চান, তাহলে তাদের লম্বা সময়জুড়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে। এরপরই পদত্যাগ করেন বিপুল সংখ্যক কর্মী। তাদের পদত্যাগের পর এলো অফিস বন্ধের এই ঘোষণা। গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক জানান, টুইটারের অর্ধেক কর্মীকে শিগগিরই ছাঁটাই করা হচ্ছে। মাস্কের দাবি, বাধ্য হয়েই তাকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেননা, কোম্পানিটি দিনপ্রতি ৪ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হচ্ছে। আয়ের এই  ব্যাপক হ্রাসের পেছনে তিনি দায়ী করেছেন বিজ্ঞাপনদাতাদের ওপর চাপ সৃষ্টিকারী অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর