মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির লাভা বয়ে যাচ্ছে নদীতে

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির লাভা বয়ে যাচ্ছে নদীতে

ইন্দোনেশিয়ায় মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেমেরু পর্বতটি ‘দ্য গ্রেট মাউন্টেন’ নামেও পরিচিত। এটা জাভার সবচেয়ে উঁচু এবং সক্রিয় আগ্নেয়গিরির একটি। এটি ঠিক এক বছর আগে সর্বশেষ সক্রিয় হয়ে উঠেছিল। যাতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে। এবার আগ্নেয়গিরিটি সক্রিয় হওয়ার আগে জাভায় কয়েক দফা ভূমিকম্প হয়েছে। সর্বশেষ গত মাসে ভূমিকম্পে ৩০০-এর বেশি মানুষ নিহত হন। গতকাল আগ্নেয়গিরির অগ্নু্যুৎপাতের পর, গরম ছাই এবং গ্যাসের সঙ্গে লাভা চারদিকে ছড়িয়ে পড়ে। এই লাভা মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর মতো বয়ে যাচ্ছিল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ‘আগ্নেয়গিরির আশপাশের অনেক গ্রাম ছাইয়ে পরিণত হয়েছে। ধোঁয়া ও ছাইয়ের কারণে আকাশ কালো হয়ে গেছে। দিনের বেলাও মানুষকে আলো জ্বালাতে হচ্ছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন ত্রাণ ও উদ্ধারকাজ চলছে কিন্তু লাভা দ্রুত বের হচ্ছে।’

 

সর্বশেষ খবর